বাংলাদেশে বর্তমানে অনলাইন, দৈনিক, টিভি, ম্যাগাজিন মিলিয়ে প্রায় ২ হাজারের ওপরে মিডিয়া রয়েছে। যারা প্রতিনিয়ত মানুষের চাহিদার কথা চিন্তা করে নিত্যনতুন কন্টেন্ট তৈরি করে যাচ্ছে। সব সময়ের সর্বশেষ খবরতো আছেই।
তবে আমরা যারা বেশিরভাগ অনলাইনে পত্রিকা পড়তে ইচ্ছুক তারা সব সময় একটু ভোগান্তিতেই থাকি, কারণ সবগুলো পত্রিকা আলাদা আলাদা ভাবে ভিজিট করতে হয় এই যেমন http://www.bd-pratidin.com, http://www.prothomalo.com.com। সবগুলো পত্রিকা আলাদা ভাবে ভিজিট করাই আমাদের লেগে যাই অনেক সময়। আর এই সময় বাঁচানোর চিন্তা আমাদের সকলের মাঝেই আছে।
সম্প্রতি সময়ে আমার চোখে পড়েছে একটি দারুণ ওয়েবসাইট। যেখানে সবগুলো পত্রিকায় খুব গুছানো ভাবে রয়েছে। একজন পাঠক হিসেবে এর থেকে মনে হয় আর বেশি কিছু চাওয়া থাকে না আমাদের।
বাংলাদেশসহ বিশ্বের অনেগুলো পত্রিকা তারা এতো সুন্দর ভাবে উপস্থাপন করেছে যা আসলেই প্রশংসার দাবিদার।
তাদের যে জিনিষটা আমার সব চাইতে বেশি অবাক লেগেছে তা হলো অ্যালেক্সা র্যাংক (Alexa Rank) অনুযায়ী তারা নিউজ পেপার, টিভি ও অনলাইনগুলো সাজিয়েছে।
Top ৫ Daily Newspaper in Bangladesh
Daily Prothom Alo
Daily Jugantor
Bangladesh Pratidin
Kaler Kantho
Jagonews24
অল বাংলা নিউজ পেপার
All Bangla Newspaper
সম্প্রতি সময়ে আমার চোখে পড়েছে একটি দারুণ ওয়েবসাইট। যেখানে সবগুলো পত্রিকায় খুব গুছানো ভাবে রয়েছে। একজন পাঠক হিসেবে এর থেকে মনে হয় আর বেশি কিছু চাওয়া থাকে না আমাদের।
বাংলাদেশসহ বিশ্বের অনেগুলো পত্রিকা তারা এতো সুন্দর ভাবে উপস্থাপন করেছে যা আসলেই প্রশংসার দাবিদার।
তাদের যে জিনিষটা আমার সব চাইতে বেশি অবাক লেগেছে তা হলো অ্যালেক্সা র্যাংক (Alexa Rank) অনুযায়ী তারা নিউজ পেপার, টিভি ও অনলাইনগুলো সাজিয়েছে।
Top ৫ Daily Newspaper in Bangladesh
Daily Prothom Alo
Daily Jugantor
Bangladesh Pratidin
Kaler Kantho
Jagonews24
অল বাংলা নিউজ পেপার
All Bangla Newspaper

No comments:
Post a Comment